CITU

তাপপ্রবাহে শ্রমজীবীদের জল, ওআরএস সিআইটিইউ’র

জেলা

CITU

সারা রাজ্যে তাপপ্রবাহ দিন দিন বাড়ছেই। মালদহে সোমবার মালদহে তাপমাত্রা ৪৩ ডিগ্রি। যা সর্বকালীন রেকর্ড। মানুষ নিতান্ত কাজ না থাকলে ঘর থেকে হচ্ছেন না। কিন্তু আবার অনেককেই মানুষ আছে যাদের শত অসুবিধাতেও ঘর থেকে বেরতে হয় রোজগার করতে। এমন শ্রমজীবীদের হাতে জলের বোতল, ওআরএস তুলে দিল সিআইটিইউ। 

মঙ্গলবার সকালে মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার নির্ভর কর্মী ইউনিয়ন (সিআইটিইউ)-র উদ্যোগে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজারে রুটি রুজির রোজগারের আশায় আসা টোটো ও পরিবহন শ্রমিক, মুটিয়া মজদুর, রিক্সা ও ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা সকাল থেকে এই বাজারে কাজ করেন, ভিন রাজ্য থেকে যারা ফল, সবজি নিয়ে আসেন, তাঁদের হাতে জলের বোতল, ওআরএস ও বিস্কুটের প্যাকেট তুলে দেন ইউনিয়নের নেতৃবৃন্দ। ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অনুপম গুণ, বিকাশ রায়, ভোজন সাহা সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment