COUGH SYRUP WHO

‘হু’-র আপত্তি মেনে ইন্দোরের কারখানায় কাশির ওষুধ তৈরি বন্ধ

জাতীয়

ক্যামেরুনে ওষুধ গিয়েছিল মধ্য প্রদেশের কারখানা থেকে। ওষুধ শিশুদের পক্ষে ক্ষতিকর বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকদফা টালবাহানার পর সেই সংস্থাকে কাশির ওষুধ বন্ধের নির্দেশ পাঠালো নিয়ামক প্রতিষ্ঠান সেন্ট্রাল ড্রাগস স্ট্যানডার্ড কনট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। 

সিডিএসসিও মধ্য প্রদেশের রাজ্য ড্রাগ কন্ট্রোলারের সঙ্গে সমন্বয়ে পাঠিয়েছে নির্দেশ। রেইমান ল্যাবের এই কারখানায় কাশির ওষুধ তৈরি বন্ধ রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। 

বুধবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। ইন্দোরের রয়েছে সংস্থার ওষুধ তৈরির কারখানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করে গত ১৯ জুলাই। ক্যামেরুনে পাঠানো কাশির সিরাপ পরীক্ষা করে ‘হু’। রিপোর্টে বলা হয়েছিল যে ডাইইথিলিন গ্লাইকল অত্যন্ত বিপজ্জনক মাত্রায় রয়েছে। 

‘হু’-র নির্দেশে বন্ধ এমন ওষুধ দেশের বাজারে বিক্রির আগে সঠিকভাবে পরীক্ষা হয়েছিল কি? উঠছে সে প্রশ্ন। 

Comments :0

Login to leave a comment