অবৈধ বালি উত্তোলন ও চোরাই কয়লা পাচার বন্ধ এবং বালি ও কয়লা মাফিয়াদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রানিগঞ্জ থানায় ডেপুটেশন দিল সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি।
বুধবার রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে রানিগঞ্জ থানা পর্যন্ত মিছিল হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে, রানিগঞ্জে কয়লা ও বালির মাফিয়ারাজ বন্ধ করো। রানিগঞ্জ কয়লাঞ্চলের বহু মানুষ এদিনের মিছিলে শামিল হন। তাঁদের হাতে প্লাকার্ড, পোস্টারে ছিল দামোদর নদী বাঁচানোর দাবিও।
খনি অঞ্চলের মানুষের অভিযোগ, নদীতে নিয়ম বহির্ভূত ভাবে বড় বড় মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে। প্রশাসনের সকলেই নীরব। কয়লা, বালি পাচারের ফলে খনি অঞ্চলে অপরাধ প্রবণতা বাড়ছে।
বুধবারই অবৈধ বালি খনন সংক্রান্ত এক মামলাত শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। তামিলনাডু, পাঞ্জাব, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে বেপরোয়া খনন নিয়েই ছিল মামলা। তবে বিচারপতিরা বলেছেন যে সারা দেশেই এমন বহু অভিযোগ রয়েছে। পরিবেশের গুরুতর ক্ষতি করছে অবৈধ খনন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, অবৈধ বালি খনন গুরুতর বিপদ। এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিন রানিগঞ্জে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায় বলেন, অবৈধ বালি, কয়লা খনন অবিলম্বে বন্ধ করতে হবে। অবৈজ্ঞানিক ভাবে বালি উত্তোলনের ফলে দামোদর নদ মৃতপ্রায়। বালি উত্তোলন বন্ধ না হলে আগামীদিনে চরম জলসঙ্কট তৈরি হবে। পরিবেশের ভারসাম্য ব্যহত হবে। শাসকদলের দুর্নীতিপরায়ণতাকে কাঠগড়ায় তুলে লাল ঝাণ্ডা নিয়ে অবৈধ বালি ও কয়লা পাচার রুখে দেওয়ার আহ্বান জানান সিপিআই(এম) নেতৃবৃন্দ।
RANIGANJ ILLIGAL SAND MINING
অবৈধ বালি খনন, কয়লা পাচার বন্ধের দাবিতে রানিগঞ্জে মিছিল সিপিআই(এম)’র
×
Comments :0