তিনটি উপদূতাবাসে ভিসা অনুমোদনের কাজ করবে না ভারতে। মুম্বাই, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুর উপদূতাবাস কাজ না চালালে ভিসার অনুমোদনে দেরিও হবে। কানাডার কূটনীতিবিদদের দেশে ফিরিয়ে নেওয়ায় এই অবস্থা।
কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক জটিল হয়েছে খালিস্তানের সমর্থক হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে। নিজেদের মাটিতে এই হত্যাকাণ্ডের জন্য কানাডা সরাসরি ভারতকে দায়ী করেছে। অটোয়ায় ভারতীয় দূতাবাসের শীর্ষস্তরের এক আধিকারিককে বহিষ্কারের নির্দেশ দেয়। ভারতও পালটা পদক্ষেপ নিয়েছে। দিল্লির নির্দেশে ভারত ছে৩েছেন কানাডার ৪১ জন কূটনীতিবিদ। তার আগে এক কূনীতিবিদকে বহিষ্কারও করেছে ভারত।
কানাডায় কাজ এবং পড়াশোনার জন্য ভারতীয়দের অনেককেই যেতে হয়। এই প্রবণতা বহু বছরের। ভিসার জন্য দিল্লির দূতাবাসের বাইরে বিভিন্ন শহরে উপদূতাবাসেও অনুমোদন প্রক্রিয়া চালাতো কানাডা। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জয় জানিয়েছেন যে বেশিরভাগ কূটনীতিবিদের সুরক্ষা ২০ অক্টোবরের মধ্যে বাতিল করবে ভারত।
অটোয়ায় জয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘অভিভাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগের পাঁচজন কর্মী কেবল ভারতে থাকবেন। খুবই জরুরি কাজ থাকলে করবেন তাঁরা।’’
Comments :0