Murshidabad

চরম বিশৃঙ্খলা তৃণমূলের ভোটে

রাজ্য

Murshidabad


কোবিহারের পর ফের মুর্শিদাবাদে। ভোটিং কাউন্টারে হাতাহাতি। তৃণমূলের ভোটে ভোট দিতে পারলেন না উপপ্রধানই। তৃণমূলের ভোটে ছড়ায় চরম বিশৃঙ্খলা। এদিন বহরমপুর স্টেডিয়ামে ভোট সামলাতে হিমশিম খেল পুলিশ। বেলডাঙ্গা দুই ব্লকের কর্মীদের মধ্যে বচয়া হাতাহাতির আকার নেয়। পুলিশের সামনেই একে অন্যকে হুমকি দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগ ওঠে ভুয়ো ভোটেরও। ভাবতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ভোটিং কাউন্টারে হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে। ছোঁড়া হয়  চেয়ারও।

 রেজিনগরের বিধায়ক রবিউল আলম ও বেলডাঙ্গা ২  ব্লক সভাপতি আতাউর রহমানের সমর্থকদের মধ্যে বাধে বিবাদ। আতাউর রহমানের অনুগামীদের অভিযোগ, বহিরাগরতদের নিয়ে ভোট দেওয়াচ্ছেন বিধায়ক। বিধায়ক গোষ্ঠীর তৃণমূল নেতাকর্মীরা যদিও একই অভিযোগ এনেছেন। রবিবার সন্ধ্যে গড়াতেই  দাদপুর, ভাবতা, মহুলা ১, আন্দুলবেড়িয়া ২, রামপাড়া ১, রামপাড়া ২ পঞ্চায়েতের বুথে ছড়ায় গন্ডোগল। 
মহুলা ১-এর উপপ্রধান দিপ্তী হাজরা বলেন, ‘‘আমি ভোট দিতে পারিনি। বলছে আমাদের ভোট হয়ে  হয়েছে। আমাদের ভোট ডুপ্লিকেট করে কে ভোট দিল ?’’। তাঁর দাবি, ব্লক সভাপতি বনতোষ ঘোষের  অনুগামীরা ভোট দিয়েছে। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামানের নেতৃত্বে ভোট করানোর দাবি জানান তিনি। উপপ্রধানের দাবি, গ্রামের তৃণমূল কর্মীরাই ভোট জাল করেছেন। যদিও বেলডাঙ্গা ১ ব্লক উত্তর তৃণমূল সভাপতি বনতোষ ঘোষের দাবি, ‘‘মহুলা ১ অঞ্চলের বিকেল ৪ টের পর থেকে ভোট হচ্ছে। ভোটার না থাকায় ভোট বন্ধ করে দেওয়া হয়েছে’’।  শেষ পাওয়া খবরে জানা গেছে যারা ভোট দিতে পারেন নি,  তারা চিঠি দেবেন বলে জানালেন অভিষেক ব্যানার্জি।

 

অভিষেক ব্যানার্জির সফরে নাজেহাল সব্জি ব্যবসায়ীরা। আসবে অভিষেকের কনভয়। তাই রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নাকুড়তলায় বন্ধ রাখা হল যান চলাচল। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন কাঁচা সবজির ব্যবসায়ীরা। সব্জি ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই বাজার থেকে সব্জি তোলা বন্ধ ছিল।

 
 

Comments :0

Login to leave a comment