টোটো চালকের তৎপরতায় শিশু পাচারের ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। ধৃতরা হলো সেওয়াঙ চোন্ডো ও ইয়াসমিন মালিক। উদ্ধার হওয়া শিশুদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। বুধবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, কাজের প্রলোভন দেখিয়ে উত্তরদিনাজপুর জেলার চোপড়ার ডি ডি কলোনি থেকে তিন নাবালিকাকে ধৃত দুই মহিলা শিলিগুড়িতে নিয়ে আসে। এরপর শিলিগুড়ি বিধান মার্কেটের সামনে হোটেলের খোঁজ করার সময় এক টোটো চালকের নজরে আসে বিষয়টি।
মহিলাদের সঙ্গে থাকা তিন শিশুকে কাঁদতে দেখে টোটো চালকের সন্দেহ হয়। এরপরেই স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ওই টোটো চালক শিশু সহ মহিলাদের শিলিগুড়ি মহাত্মা গান্ধী মোড়ে ট্রাফিক গার্ডের অফিসে নিয়ে যান। এরপরেই পুলিশী জেরায় ধৃত মহিলারা সমস্ত ঘটনা স্বীকার করে নেয়। উদ্ধার হওয়া শিশুরা জানিয়েছে তাদের ইচ্ছের বিরুদ্ধে কাশ্মীরের দিকে পাচারের পরিকল্পনা ছিলো। এই ঘটনায় শিলিগুড়ি থানায় শিশু অপহরনের মামলা রজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0