Coromandel Accident

করমণ্ডল দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন বসিরহাটের দুই যুবক

রাজ্য জেলা

Coromandel Accident ছবি: আতাউর মোল্লার উদ্বিগ্ন পরিবার।


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এ যাত্রায় রক্ষা পেয়ে গেলেন বসিরহাট মহকুমার দুই যুবক। একজন সুদূর সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের হেমনগরের বাসিন্দা। অন্যজন হাসনাবাদ থানার হাবাসপুরের বাসিন্দা। দুজনেই আহত হওয়ার পর বাড়ি ফেরার পথে। খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারদুটি। আহতদের মধ্যে আতাউর মোল্লা। বয়স ২৫। বাবা সিরাজুল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর গ্রামে। আতাউর কেরালার একটি মসজিদে ইমামতির (নামাজ পড়ানো) কাজে যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় সে আহত হয়। এখন সে বাড়ি ফেরার পথে। উৎকন্ঠায় গোটা।

দীনমজুরের পরিবার। আতাউররা তিন ভাই। আতাউর মেজ। বড়ভাই সরিফুল ও ছোট ভাই রেজাউল ইটভাটা শ্রমিক। বাবা সিরাজুল মোল্লা পেশায় ভ্যানচালক। অন্যদিকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা এরিয়ার পাটঘরার বাসিন্দা  সৈকত মন্ডল(২২) তামিলনাড়ুতে বেসরকারি কোম্পানির কাজে গিয়েছিলেন। এদিন সে বাড়ি ফিরছিলেন। সৈকতের মা আন্দামানে থাকেন কাজের সূত্রে‌ বাড়িতে বাবা একাই থাকতেন। সৈকত বাড়ি ফিরতেই খুশির চেহারায় গোটা পরিবার।

Comments :0

Login to leave a comment