DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA — MEDIA

ধূসরবেলা — MEDIA / মনীষ দেব

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA    MEDIA

ধূসরবেলা 

MEDIA
মনীষ দেব

MEDIA মাধ্যম বি. যার মধ্যস্থতায় বা সাহায্যে কার্যাদি নিষ্পন্ন হয়, সহায়, বাহন, MEDIUM (প্রচারের মাধ্যম, শিক্ষার মাধ্যম) [সং. মাধ্যম + অ]
আক্ষরিক MEDIA — মাধ্যম এই দুইটি শব্দের সঙ্গে আমাদের দেশ-কাল- সমাজ যাকে MEDIA বলে তার সঙ্গে কোনও যোগই নেই।
আমাদের সমাজে MEDIA বলে যারা নিজেদের কৌলিন্য জাহির করে। তারা আসলে ঠান্ডা পানীয় বিক্রেতা বা সাবান বিক্রেতা কোম্পানীর মতোই সংবাদ বিক্রেতা কোম্পানী বা কারখানা। ইহারা শ্রী কাক্কেশ্বর কুচকুচে মতো কাদোয়াপটি থেকে সারাক্ষণ চিল চিক্কার জুড়ে রেখেছেন —
 

সাবধান ! সাবধান !! সাবধান !!! 

আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন, অর্থাৎ দাঁড়কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেড়ে কাক, রাম কাক প্রভৃতি নীচশ্রেণীর কাকেরাও অর্থলোভে নানারূপ (সংবাদের) ব্যবসা চালাইতেছে।


অর্থাৎ স্বঘোষিত MEDIA কুল স্বীকার করে নিচ্ছে যে সংবাদ ইদানীং অর্থলোভে সৃষ্ট একটি ব্যবসা যা সকল প্রকার কাকেরাই করে থাকে এবং মনুষ্যকুল থেকে কাককুল এই পেশায় যোগ্যতর। অতএব কাক পরিবেষ্টিত আমাদের সমাজ এবং কাকা রবে মুখরিত যে ব্যবসা তাকেই MEDIA বলে সুপরিকল্পিত ভাবে চালান করা হচ্ছে। এই ব্যবসায় একেক কাকের একেক রকম চরিত্র, যেমনে —
 

   হোড় কাক সারাক্ষণ রাষ্ট্রের হয়ে হেঁকে যাচ্ছে। 
   পাতিকাক পতি চুরির সঞ্চালক। 
   রাম কাক জয় শ্রী রামের প্রচারক। 
   দাঁড়ি কুলীন দাঁড়কাকারা সমস্ত MEDIA কিনে নিয়েছে এবং একেবারে কাক্কেশ্বর কুচকুচে MEDIA যেমন — অন্ধকারময়!

Comments :0

Login to leave a comment