EAST BENGAL vs NE

নর্থ-ইস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

খেলা

EAST BENGAL INTER KASHI HYDERABAD FC ISL CHENNAIYIN FC I LEAGUE KOLKATA FOOTBALL BENGALI NEWS CALCUTTA LEAGUE MOHAMMEDAN FC NORTH EAST UNITED জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা। ছবিঃ অচ্যুৎ রায়।

নর্থ ইস্টের বিরুদ্ধে ৫-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতীতে আইএসএলের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।    

হারের হ্যাটট্রিক। চেন্নাইনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন ইস্টবেঙ্গল কোচ থেকে ফুটবলাররা। এদিন সমস্ত কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন ক্লেটন, নাওরেম, নন্দকুমাররা। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিল ইস্টবেঙ্গল। আর ময়দানের প্রাচীন প্রবাদ ‘পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় খোঁচা খাওয়া বাঘের চেয়ে ভয়ঙ্কর।’ যা হাড়ে হাড়ে টের উত্তর পূর্বের দলটি। প্রথমার্ধে যাও বা খেলেছিল, দ্বিতীয়ার্ধে আক্রমণ শানানোর সুযোগ পেল না লাল হলুদের ঝড়ের সামনে পড়ে। বিরতির আগে দু’গোল খাওয়ার পর, এরপর অসহায় আত্মসমর্পণ করল নর্থ ইস্ট। মনোবলের এতটাই তলানিতে ঠেকে গিয়েছিল, অতিরিক্ত সময়ে পেনাল্টি পাওয়ার পরও তাঁদের নেস্টর আলবাইচ স্পটকিক থেকে বল মারলেন ক্রসবারে। এই ম্যাচে সহজ কতগুলি সুযোগ হাতছাড়া না হলে আরও বেশি গোলে জিততে পারত কার্লেস কুয়াদ্রাতের দল। 

ঝড়ের শুরু ম্যাচের ১৪ মিনিটে। চোটে সারিয়ে দলে ফেরা বোরহা হেরেরার গোলায়। পিভি বিষ্ণুর থেকে বলটা পেয়ে বক্সের বাইরে থেকে তিনি যে গোলে শট করবেন ভাবাই যায়নি। হেরেরার বাঁ-পায়ের গোলাটা নর্থ ইস্টের জাল কাঁপিয়ে। মির্শাদ ঝাঁপালেও নাগাল পাননি, শটের এতটাই গতি ছিল। দশ মিনিট বাদে ব্যবধান দ্বিগুন করে ইস্টবেঙ্গল। দ্বিতীয় গোলটি ক্লেটনের। সল ক্রেসপো হালকা টোকায় বল পান মন্দার। তাঁর ঠিকানা লেখা ক্রসে বক্সের মধ্যে ক্লেটন স্রেফ মাথা ছুঁইয়ে দেন, বল জড়িয়ে যায় জালে। ২৪ মিনিটে ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

গোল হজম করে নর্থ ইস্ট ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু একদম হ্যান্ডশেক দূরত্ব থেকে গোল মিস করেন নেস্টর। প্রথমার্ধের একদম শেষ দিকে বিষ্ণু মির্শাদের গায়ে না মারলে তখনই ৩-০ হয়ে যেত ইস্টবেঙ্গলের পক্ষে।

বিরতির পর কুয়াদ্রাত বিষ্ণুকে তুলে নামান নন্দকুমারকে। নেমেই গোল পেয়ে যেতে পারতেন তিনি। অল্পের জন্য হয়নি। তবে নিজের ভুল শুধরে নেন পরের দিকে। জোড়া গোল ও একটি গোলের পাস বাড়িয়ে। ৬২মিনিটের নাওরেমের পাস থেকে গোল করেন নন্দ। ডুরান্ডের সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে গোল করার পর আইএসএলে ফের তাঁদের বিরুদ্ধে গোলের খাতা খুললেন। চার মিনিটে ক্লেটনকে দিয়ে গোল করালেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে নাওরেমের মাইনাসে দলের পঞ্চম গোল করে নর্থ ইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নন্দ। মাত্র ৪৫ মিনিট খেলে ইস্টবেঙ্গলের জয়ে বড় অবদান রাখলেন চেন্নাইয়ের এই ফুটবলারটি। যা আগামী ম্যাচগুলিতে তাঁকে ও দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। কুয়াদ্রাত নর্থ ইস্ট ম্যাচে তিন পয়েন্ট তুলতে পেরে নিজের প্রাথমিক লক্ষ্যে সফল। লাল হলুদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ৯ ডিসেম্বর। 

Comments :0

Login to leave a comment