DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA /10 September

ধূসরবেলা — স্বপ্ন — মৃত্যু — এবং / মনীষ দেব

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA 10 September

ধূসরবেলা

স্বপ্নমৃত্যুএবং 
মনীষ দেব


স্বপ্ন,
তুমি স্বপ্ন নও! স্বপ্ন তুমি কঠিন বাস্তব। 
তোমার মৃত্যু শুধুই মৃত্যু — নিছক একটা মৃত্যু — যে পথে মরে গেছে সময়।

কারা যেন ভেবেছিল — চারিদিকে উত্তাল সময়। শুধু স্ফুলিঙ্গ প্রয়োজন, তারপর দাবানলের মত ছড়িয়ে পড়বে আগুন এবং স্বপ্নরা, 
কিন্তু স্বপ্নরা মরে যায় — স্বপ্নরা পুড়ে যায় — স্বপ্নরা খুন হয়ে যায়।
         তারপর
         তারপর
         তারপর
         তারপর — ফেসবুক উত্তাল,
নাগরিক কলরব, 
মিডিয়ার প্রসব যন্ত্রণা এই বুঝি ভূমিষ্ট হয়ে যাবে — প্রমিথিউস যে ক্ষমতার দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে এনে, সমাজকে আলোকিত করবে এবং 
দুর হয়ে যাবে — খর্গ হাতে দাঁড়িয়ে থাকা উন্নয়ন। কিন্তু কোথায় কী!খর্গ আরও ধারালো হচ্ছে। মিডিয়া থেকে হারিয়ে যাচ্ছে 'স্বপ্ন'। ক্রমশ ঝাপসা — যাদবপুর! 
CC ক্যামেরার সব ফুটেজ পাওয়া হয়ে গেছে মিডিয়ার।

এবার চাঁদ দেখাতে গিয়ে মিডিয়া হবুচন্দ্র রাজার জুতা আবিষ্কার-এর ভন্ডামী প্রচার করছে, আর স্বপ্নের মৃত্যু ক্রমশ হারিয়ে যাচ্ছে — তলিয়ে যাচ্ছে — মুছে যাচ্ছে।

যে মিডিয়া — অধ্যাপিকা-প্রাক্তন মেয়র-মন্ত্রীর বেলেল্লাপনা, ও লাভলী প্রোমট করে এবং গড্ডালিকা প্রবাহে সমাজকে লেলিয়ে দেয়।
সেই মিডিয়ার মদতেই—
        স্বপ্ন শেষ
        স্বপ্ন লোপাট
        স্বপ্ন খুন
        স্বপ্ন র‍্যাগিং 
              র‍্যাগিং 
              র‍্যাগিং 
              র‍্যাগিং হয়।


 

Comments :0

Login to leave a comment