টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। সোমবার দুপুরে কার্শিয়াঙ মহকুমার তিনধারিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, খেলনা ট্রেনের ধাক্কায় মৃত বৃদ্ধের নাম খড়কা বাহাদুর রাই (৭০)। তিনধারিয়ার চা বাগানের বাসিন্দা। দার্জিলিঙ থেকে নিউ জলপাইগুড়িগামী টয়ট্রেনের ধাক্কায় এদিন ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার পর ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে গিয়ে চলার পথেই থমকে দাঁড়ায় খেলনা গাড়ি। প্রায় দেড় ঘন্টা থেমে থাকে টয়ট্রেন।
কোনো কারেণে টয়ট্রেন চলাচলের শব্দ কানে না আসায় অথবা টয়ট্রেন চলার লাইনে পা আটকে গিয়েই নিজেকে রক্ষা করতে না পেরে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তিনধারিয়া আউট পোষ্টের ওসি জীবন রায় জানান, টয়ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই বৃদ্ধ। দুর্ঘটনার পরেই আশপাশ থেকে স্থানীয় মানুষজন ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ের আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত এর আগেও টয়ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকটা সময় পরে ফের টয়ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে যায়।
Comments :0