রাজ্যের কো-অপারেটিভ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম কন্টাই ব্যাঙ্ক লিমিটেড। দীর্ঘ ৩ বছর ব্যাংক ডেলিগেট নির্বাচন বন্ধ ছিল। রবিবার পূর্ব -পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার প্রায় ৮৮ হাজার ভোটদাতা ভোট দিয়ে ১০৮ জন ডেলিগেট নির্বাচন করবেন ।
সকাল ন'টা থেকে দুপুর দুটো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে । সকালে সুষ্ঠু ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলেও এগারোটার পরে কোথাও তৃণমূলের আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে। কাঁথি এক নম্বর নির্বাচন কেন্দ্র আয়ুর্বেদ কলেজে গেটের সামনেই তৃণমূলের ভোট ক্যাম্প।
অথচ ১০০ মিটার দূরে গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীদের পাতা বুথ ক্যাম্পে তৃণমূলের বহিরাগত কিছু যুবক ভাঙচুর এবং ভোটারদের উপর আক্রমণ চালায়। রাস্তার উপর ছড়িয়ে দেয় ভোটার স্লিপ এবং অন্যান্য কাগজপত্র। পাশেই দাঁড়িয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সরকারের পুলিশ সহ সিভিক ভলান্টিয়ার। নির্বাক দৃষ্টিতে এই ভাঙচুর লক্ষ্য করল পুলিশ এবং সিআরপিএফ।
হেঁড়া সহ অন্যান্য জায়গায় তৃণমূলের দাপুটে বাহিনীর দাদাগিরি চলছে।
Comments :0