Leopard

ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ

জেলা

ডুয়ার্সে ফের চিতাবাঘ ধরা পড়ল খাঁচায়। নাগরাকাটা ব্লকের আংরাভাসা–১ গ্রাম পঞ্চায়েতের খেরকাটা এলাকায় মঙ্গলবার সকালে হঠাৎ চিতাবাঘের গর্জন শুনে আতঙ্কে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে কাছাকাছি যেতেই দেখা যায়, এলাকায় বসানো খাঁচাগুলির একটিতে চিতাবাঘটি আটকা পড়েছে।
খবর পেয়ে প্রথমে ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে খুনিয়া রেঞ্জের একটি বিশেষ দল এসে চিতাবাঘটিকে খাঁচা থেকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বাঘটিকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, খেরকাটা ও আশপাশের জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বহুদিন ধরেই চিতাবাঘের আনাগোনা বাড়ছে।  পুজোর ঠিক আগে এক কিশোরকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। তার কিছুদিন আগে এক কিশোরীও চিতাবাঘের আক্রমণের শিকার হয়। এই ধারাবাহিক ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক এখনও কাটেনি।
বন দপ্তর সূত্রে জানা গেছে মানুষ–বন্যপ্রাণ সংঘাত কমাতে বর্তমানে ওই অঞ্চলে মোট সাতটি খাঁচা বসানো রয়েছে। সেই খাঁচাগুলির মধ্যেই এদিন ধরা পড়ে চিতাবাঘ। বনদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে আরও খাঁচা বসানো হবে।

Comments :0

Login to leave a comment