ভোটার তালিকায় সার্বিক সংশোধনের নামে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ দিতে হবে ভোটারদের! আগামী মঙ্গলবার ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর ৩১ জানুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। তালিকায় নাম থাকা এ রাজ্যের প্রায় ২ কোটির ওপর ভোটারকে এসআইআর-এ নাগরিকত্বের প্রমাণ দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হবে! কমিশনের হিসাবে পশ্চিমবঙ্গে বর্তমান ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ। ৪৫ শতাংশ ভোটারের ম্যাপিং-এ কোনও সন্ধান পাওয়া যায়নি। এই ভোটারদেরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এসআইআর-এ নাগরিক হিসাবে প্রমাণ দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিহারের ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন (এসআইআর)কে ঘিরে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, ম্যাচিং ও লিঙ্কিং না হওয়ার ভোটারদের ইআরও নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডেকে পাঠাবে। সেখানে তাদের কমিশন নির্ধারিত ১১টি ডকুমেন্ট, তারসঙ্গে ১২তম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে যুক্ত করা হয়েছে।’’ কিন্তু আধার কার্ড যে নাগরিকত্ব প্রমাণের তথ্য নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। ভোটার তালিকার সঙ্গে যেসব ভোটারদের ‘ম্যাচিং ও লিঙ্কিং’ থাকবে না তাদের নাগরিকত্ব প্রমাণের নথি সঙ্গে নিয়েই যেতে হবে শুনানিতে। যাদের শুনানিতে ডাকা হবে, তাদের স্বীকৃত পরিচয় পত্র হিসেবে গৃহীত প্রয়োজনীয় নথিপত্রের তালিকা।
১। যেকোন পরিচয়পত্র/ কেন্দ্রীয় বা রাজ্য সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোন নিয়মিত কর্মী। পেনশনপ্রাপকে দেওয়া পেনশন পেমেন্ট অর্ডার।
২। ০১০৭ ১৯৮৭ এই তারিখের পর্বে সরকার। স্থানীয় কর্তৃপক্ষ/ ব্যাঙ্ক/ ডাকঘর/ ভারতীয় জীবনবিমা নিগম/ রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোন পরিচয়পত্র/ শংসাপত্র/ নথি
৩। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংশাপত্র
৪। পাসপোর্ট
৫। স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় করতৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৬। রাজ্যের উপযুক্ত কতৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭। বনভূমি অধিকর শংসাপত্র।
৮। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনান্য অনগ্রসর সম্প্রদায়/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র। নাগরিকদের জাতীয় রেজিস্টার( যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে।
১০। রাজ্য। স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার।
১১। কোনো জমি/ বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র।
১২. সুপ্রিম কোর্টের আদেশের পরে আধার কার্ড যুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নথিগুলি চাওয়া হয়েছে নদী ভাঙন সহ বিভিন্ন কারণে সেই নথি অনেকেই দেখাতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এমনও আশঙ্কা রয়েছে। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে সেই আশঙ্কাও রয়েছে।
SIR
শুনানিতে ডাকলে কী কী নথি লাগবে, রইল তালিকা
×
Comments :0