BJP

দেন নি 'নো ডিউস',  মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থীর

রাজ্য লোকসভা ২০২৪

রাজ্য সরকারের চাকরি ছাড়লেও, 'নো ডিইস' সার্টিফিকেট জমা দেননি। পদ্ধতিগত এই ত্রুটির কারনে  বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। এদিন মনোনয়ন স্কুটনির দিন ছিল৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে 'ডামি' প্রার্থী হিসাবে মনোনয়ন করিয়ে রেখেছে বিজেপি। 

তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ বাবু কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিস ধরকে সাসপেণ্ড করা হয়। এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷ মনোনয়ন বাতিল হওয়ার পর দেবাশিস ধর জানিয়েছেন, ''নো ডিউস সার্টিফিকেট জমা দেওয়ার কারন দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের এভিডেভিড দিয়েছিলাম। আমি আজই উচ্চ আদালতের দ্বারস্থ হব।'' তাতে কি সুফ্ল মিলবে? উত্তরে অবশ্য তিনি জানিয়েছেন, '' আমাদের তো প্রার্থীয়া আছে। জিতবে বিজেপিই।'' এমন হতে পারে এই আশঙ্কা থেকেই গত বৃহস্পতিবার বিজেপির তরফে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করে রেখেছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন