নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ বছর ষোলোর এক কিশোর। শুক্রবার সকাল পর্যন্ত কিশোরের কোনও খোঁজ না মেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কিশোরের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ করলা পারের স্থানীয় জেওয়াইএমএ ময়দানে ফুটবল খেলে আরও দুই বন্ধুর সঙ্গে করলা নদীতে স্নান করতে নামে জলপাইগুড়ি শহরের বেসরকারি ইংরেজি মাধ্যমের নবম শ্রেণির ছাত্র মাধব হানসারিয়া। আরও কয়েকজন কিশোর স্নানে নেমেছিল তার সঙ্গে। কিছুক্ষণ পরে অন্যরা বুঝতে পারে যে মাধবকে পাওয়া যাচ্ছে না।
এই কিশোরেরাই নিজেদের বাড়ির অভিভাবকদের খবর দেয়। খবর পৌঁছায় পুলিশের কাছে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পৌরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ফায়ার ব্রিগেডের আধিকারিকেরা। সূর্যাস্তের পর নদীতে বোট নামিয়ে চলে তল্লাশি।
নিখোঁজ কিশোরের মা বিদ্যা হানসারীয়া জানান, প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতে জেওয়াইএমএ মাঠে আসে মাধ। এদিনও খেলার জন্যই বাড়ি থেকে বের হয় সে। কিন্তু মাধব সাঁতার জানে না।
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল জানান, যৌথ তল্লাশি চালাচ্ছে। দেখা যাক কী হয়।
Jalpaiguri Student Drowned
করলা নদীতে নেমে নিখোঁজ কিশোর, চলছে তল্লাশি
×
Comments :0