Deputation

জমির পাট্টা প্রদান সহ ১২ দফা দাবিতে ডেপুটেশন

জেলা

Deputation ক্যাপশন- সোমবার জেলাশাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন বস্তি নেতৃবৃন্দ। ছবি- শুভ্রজ্যোতি মজুমদার।


রেল বস্তিতে পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে, অসহায় বস্তিবাসিদের নিরাপদ জমির স্বত্ব প্রদানের দাবি সহ ১২ দফা দাবিতে হুগলী জেলা শাসকের কাছে সোমবার ডেপুটেশন জমা দিলেন হুগলী জেলা বস্তি সংগঠনের নেতৃবৃন্দ। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি হুগলী জেলা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন জেলা সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, বস্তি নেতৃত্ব নারায়ণ ভদ্র, প্রবীর কংসবনিক, রতন সেন, জ্যোৎস্না ধর, সুমিত মাহান্ত, মহাদেব সামন্ত সহ সাতজন। প্রতিনিধিদল জেলাশাসককে হুগলী জেলার সমস্ত ধরনের বস্তিবাসী মানুষ যাদের স্থায়ী বাসস্থান নেই তাদের অবিলম্বে জমির পাট্টা প্রদান সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দাবী জানান। জেলা শাসক এদিন বলেন আমরা বিষয়টা জানলাম এবং সব শুনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। 


প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়। প্রথম ইউপিএ জমানার সময় সিপিআই(এম) সাংসদ বাসুদেব আচারিয়া যখন রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি রেল বস্তি সংলগ্ন অঞ্চলে বস্তিবাসীদের স্থায়ী বাসস্থান গড়ে দেওয়ার দাবী জানিয়েছিলেন। এবং পূর্বতন বামফ্রন্ট সরকার ১ টাকা মূল্যে ৯৯ বছরের জন্য বস্তিবাসী মানুষজনকে জমি দেওয়ার জন্য অধ্যাদেশ জারী করেছিলো। এছাড়াও পূর্বতন সরকার বিভিন্ন জেলায় রেলের জমি সহ অন্যান্য জমি কিনে নিয়ে সেই জমিতে বস্তিবাসী মানুষকে পুনর্বাসন দিয়েছিলেন। সেই মনোভাব বর্তমান সময়ে দেখা যাচ্ছেনা। আমরা আশা করবো বর্তমান সরকার বস্তিবাসীদের কথা গুরুত্ব দিয়ে ভাববে। যতক্ষণ না পর্যন্ত বস্তিবাসীদের পাট্টার দাবী আদায় হয় ততক্ষণ পর্যন্ত এই দাবীতে এই লড়াই জারী থাকবে। 

Comments :0

Login to leave a comment