লাক্ষাদ্বিপের স্কুলে ইউনিফর্ম পরিবর্তন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমন করল সিপিআই(এম)-কংগ্রেস সহ বিরোধীরা। সম্প্রতি লাক্ষাদ্বীপ প্রশাসন সে রাজ্যের স্কুলে নতুন ধরনের ইুনিফর্ম পড়ার নির্দেশিকা জারি করছে। নতুন ইউনিফর্মে নেই মেয়েদের মাথার হিজাব। যা নিয়ে আবারও বতর্ক উঠেছে। কর্নাটকের প্রাক্তন বিজেপি সরকার এক সময় হিজাব পড়ে স্কুল কলেজে ঢোকার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কর্ণাটকের দেখাদেখি বেশ কয়েকটি বিজেপি শাষিত রাজ্যও ওই একই পথে হেটেছিল। এবার লাক্ষাদ্বিপে জারি হল নতুন ইউনিফর্মের ফরমান।
এর বিরোধীতা করে লাক্ষাদ্বিপের কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ হামদুল্লা সায়েদ বলেন নতুন ইউনিফর্মে নেই মেয়েদের মাথার স্কার্ফ বা হিজাব। লাক্ষাদ্বিপ মূলত মুসলিম অধুষ্যিত একটি কেন্দ্র শাষিত অঞ্চল। সেখানে মুসলিমদের ধর্মাবেগকে আঘাত করছে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এছাড়াও তার অভিযোগ লাক্ষাদ্বিপের যে সংস্কৃতি ও জীব বৈচিত্র তাকেও নষ্ট করতে চাইছে বিজেপি। স্কুলে ইউনিফর্ম বদল নিয়ে এবার ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদে নামবে বলে জানান হামদুল্লা।
Comments :0