ED Recovers Cash

রাঁচিতে মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়

জাতীয়

লোকসভা নির্বাচনের মধ্যে ফের বিপুল পরিমান টাকা উদ্ধার ঝাড়খণ্ডে। সোমবার সকালে ইডি হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। এখনও পর্যন্ত মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। আরও টাকা উদ্ধার হতে পারে বলেই মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের টেন্ডার কমিশন কেলেঙ্কারি মামলায় রবিবার রাত থেকে রাঁচির মোট ছয় জায়গায় তল্লাশি চালায়। সোমবার সকালে ইডি হানা দেয় সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। তল্লাশির সময় নগদ টাকা উদ্ধার করা হয়েছে, নোট-গণনার জন্য মেশিন নিয়ে আনা হয়েছে। গণনা এখনও চলছে। কিছু গয়নাও উদ্ধার করা হয়েছে বলে খবর। ইডি’র জিজ্ঞাসাবাদে সঞ্জীব লালের পরিচারক জানিয়েছেন, এই টাকা মন্ত্রীর।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আর্থিক তছরূপ মামলার তদন্তে সোমবার সকাল থেকে ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, ২০২৩ সাল থেকে ঝাড়খণ্ডে আর্থিক তছরূপ মামলার তদন্ত শুরু হয়। গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেই মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে বীরেন্দ্রকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকরা। সেই মামলার তদন্তে উঠে এসেছে আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম। সেই যোগসূত্র ধরেই এদিন তাঁর বাড়ি এবং পরিচারক জাহাঙ্গিরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। 
 

Comments :0

Login to leave a comment