Explosion Narayangarh

নারায়নগড়ে বিস্ফোরণ, জখম এক

রাজ্য

Explosion Narayangarh


সামনে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে নারায়নগড় ব্লকের বেলদা থানার ১৬ নম্বর হেমচন্দ্র গ্রামপঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামে। এদিন রাত ৭টা নাগাদ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। একের পর এক বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থল থেকে তিন চার কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের আওয়াজ।

 ঘটনায় জখম হয়েছেন এক জন। ভেঙে পড়ে পাকা ঘরের দেওয়াল, ঘরের একাধিক জায়গায় ফাটল দেখা যায়। পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাব পত্র।  ঘরের মধ্যে একাধিক ড্রামে প্রচুর পরিমানে বারুদ সহ বোম তৈরির উপকরণ উদ্ধারও হয়। কয়েক লক্ষ টাকার বোম তেরির উপকরণ মজুদ করা হয়েছিলো। বাড়ির চারটি রুমে বোম তৈরির নানান উপকরণ মজুদ করা হয়েছিলো এমনটাই বক্তব্য স্থানীয়দের। তাদের অভিযোগ অবৈধ বাজি কারখানার সঙ্গে আসলে যে বোম তৈরির কারখানা গড়ে উঠেছিলো। বেআইনি বাজি কারখানার অভিযোগে মালিক শ্যামচাঁদ দাস অধিকারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। 
 

Comments :0

Login to leave a comment