শ্রমিক বিরোধী শ্রম কোড চালুর প্রতিবাদে দেশের ৪০০ জেলায় বিক্ষোভ দেখালো বিপণন কর্মীদের সর্বভারতীয় সংগঠন এফএআরএআই। রাজ্যে সব জেলা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদ জানিয়েছেন মেডিক্যাল সেলস কর্মীরা।
কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় সরকারের শ্রম আধিকারিকের দপ্তরের সামনে হয়েছে বিক্ষোভ।
২১ শে নভেম্বর থেকে শ্রম কোড চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের বিজেপি জোট সরকার। সংসদে বিরোধীদের কার্যত আলোচনার সুযোগ না দিয়ে এই চার শ্রম কোড পাশ করানো হয়েছিল তিন বছর আগে। কিন্তু তা চালু করার বিজ্ঞপ্তি এতদিন দেওয়া হয়নি। ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের সময় থেকে অর্জিত সব অধিকার কার্যত কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে চারটি শ্রম কোডে। তার জন্য বাতিল হয়েছে ২৯টি শ্রম আইন।
সোমবার সারা দেশের মেডিক্যাল সেলস কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। এই সংগঠনের সদস্যেরা আগামী তিন দিন কালো ব্যাজ পরবেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও এফএমআরএআই’র আহ্বানে হয়েছে প্রতিবাদ।
পশ্চিমবঙ্গেও সব জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে উদ্দেশ্য করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় সরকারের শ্রম আধিকারিকের দপ্তরের সামনেও হয়েছে বিক্ষোভ। কলকাতা সহ হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সদস্যরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ র সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সুদীপ দত্ত। তিনি বলেন, কেন্দ্রের মোদী নেতৃত্বাধীন সরকার দেশের শ্রমিক শ্রেনীর ওপর ভয়ংকর আক্রমণ ঘোষণা করেছেন এই শ্রম কোড লাগু করার মাধ্যমে। শ্রমিকদের ১০০ বছরের অর্জিত অধিকার এই চারটি কোডের মাধ্যমে কেড়ে নিয়ে শ্রমিক শ্রেণিকে কার্যত ক্রীতদাসে পরিণত করার হাতিয়ার এই শ্রম কোড।
নিজাম প্যালেসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এফএমআরএআই‘র সাধারণ সম্পাদক পার্থ রক্ষিত, কোষাধ্যক্ষ কৌশিক রায়চৌধুরী, সম্পাদক টিঙ্কা মাঝি, ডব্লিউবিএমএসআরইউ’র সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন যে ১৯৭৬’র সেলস প্রমোশন এমপ্লয়িজ আইন মেডিক্যাল ও সেলস রিপ্রেজেন্টেটিভরা অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছিলেন। সেই অধিকার কেন্দ্রীয় সরকার কেড়ে নিল। আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সমগ্র প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেন ডব্লিউবিএমএসআরইউ’র রাজ্য সভাপতি কমরেড শুভ্রাংশু ভট্টাচার্য।
রাজ্যের সব প্রতিবাদে শ্রম কোডের প্রতিলিপি পোড়ানো হয়।
Labour Code FMRAI
শ্রম কোড: বিপণন কর্মীদের বিশাল বিক্ষোভ সমাবেশ নিজাম প্যালেসে
সোমবার নিজাম প্যালেসে এফএআরএআই’র ডাকে বিক্ষোভের একাংশ।
×
Comments :0