ব্যক্তিগত শত্রুতা মেটাতে গোহত্যার অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। আগ্রা পুলিশের তদন্তে উঠে এসেছে এই অভিসন্ধি। মিথ্যা অভিযোগের এই কারসাজিতে জড়িত সারা ভারত হিন্দু মহাসভার এক নেতাও। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটির জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ প্রধান অভিযুক্ত এই ঘটনায়। সে যদিও পলাতক।
আগ্রার এতমাদুল্লাহ থানায় চার যুবকের নামে গোহত্যার এফআইআর দায়ের হয়। এই চার যুবকের মধ্যে একাধিক মুসলিম। আগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরকে সিং সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘৬ এপ্রিল দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান কুরেশি ওরফে ঠাকুর এবং শানু ওরফে ইল্লি, চক্রান্তে জড়িত ছিল। নিরীহদের ফাঁসানোর জন্য এফআইআর দায়ের করা হয়েছিল। বাকি সাতজনের খোঁজে তল্লাশি চলছে।’’
৩০ মার্চ, রামনবমীর দিন জাঠ এবং দলবল পুলিশের কাছে গোহত্যার অভিযোগ জানায়। বাহিনী ছুটে ঘটনাস্থলে যায়। এফআইআর দায়ের হয়, কারণ এলাকায় গোমাংস মিলেছিল। কিন্তু তদন্তে দেখা যায় যে চারজনকে অভিযুক্ত করা হয়েছে তাঁরা এলাকাতেই ছিলেন না। স্থানীয়দের সঙ্গে কথাবার্তার পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। তাতেই নিশ্চিত হওয়া যায় যে অভিযোগ মিথ্যা।
Comments :0