BALAGARH ATTACK

পারিবারিক বিবাদে কোপ, আহত
আশঙ্কাজনক, ধৃত অভিযুক্ত

জেলা

BALAGARH ATTACK আহতকে নিয়ে হাসপাতালে পুলিশ। ছবি: অভীক ঘোষ

পারিবারিক বিবাদের জেরে জ্যাঠতুতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা হলো। আশঙ্কাজনক অবস্থায় আহতকে জিরাট হাসপাতালে ভর্তি করে পুলিশ। হুগলির বলাগড় থানার মহিপালপুরের ঘটনা। আহতের নাম কানাই বাস্কে (৪৫), অভিযুক্তের নাম সুকুমার বাস্কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাগড়ের মহিপালপুর মুচিপাড়ার বাসিন্দা কানাই বাস্কে ও সুকুমার বাস্কে পরস্পরের আত্মীয়। তাঁদের বাড়ির জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বিবাদ আদালতেও গড়িয়েছে।

কানাই ইটাগড়ে একটি নার্সারিতে কলম বাঁধার কাজ করেন। সেখান থেকে শুক্রবার দুপুরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সাইকেলে। অভিযোগ, আচমকা সুকুমার তাঁর পথ আটকায়। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। হাতে মাথায় গভীর ক্ষত নিয়ে কানাই চিৎকার করলে লোকজন জড়ো হয়।  এলাকা থেকে চম্পট দেয় সুকুমার। 

বলাগড় থানার পুলিশ গাড়ি করে আহতকে প্রথমে জিরাট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। কানাই বাস্কের মেয়ে পুজা বাস্কে জানান, বাবাকে এর আগে হুমকি দিয়েছিল মারবে বলে। মাকেও মারতে গিয়েছিল একবার। বাড়িতে ঢুকে ঝামেলা করেছিল সুকুমার।

পরে বলাগড় থানার পুলিশ ধাওয়া করে জাগুলিয়া মাঠ থেকে সুকুমারকে ধরে ফেলে।

Comments :0

Login to leave a comment