হাতির দাঁত পাচারের অভিযোগে দুই কেন্দ্রীয় বাহিনী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে বনদপ্তরের কর্মীরা। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকার ঘটনা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় অভিযান চালানো হয়। এসএসবি ৪১ ব্যাটেলিয়ানের জওয়ান ও টুকুরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযান চালিয়ে ৯৪৫ গ্রাম ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করে।
এই ঘটনায় তপন থাপা, রাওয়াস প্রধান, প্রভু মুন্ডা, শ্রীয়ান খেরিয়া ও ধরমদাস লোহার নামে পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন বিএসএফ ও আর একজন আইআরবি কর্মী রয়েছেন। ভুটান থেকে হাতির দাঁত নিয়ে এসে নকশালবাড়িতে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। কিন্তু পাচারের আগেই হাতির দাঁত সহ পাচাকারীদের হাতেনাতে আটক করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Comments :0