Jalpaiguri Smuggling

জলপাইগুড়িতে পাচার আটকে উদ্ধার দামি কাঠ

জেলা

বার্মাটিক উদ্ধার জলপাইগুড়িতে।।

পাচারের আগে প্রায় ৪০ লক্ষ টাকার কাঠ সমেত একটি কন্টেইনার আটক করলেন জলপাইগুড়ি বন বিভাগের রেবেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।  

বন দপ্তরের কর্মীরা জানান যে গোপন খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত তাঁর দল নিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে   দশ দরগা এলাকায় অভিযান চালান। 

সেখানে একটি কন্টেইনারকে দাঁড় করিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে বর্মা টিক, মূল্যবান  কাঠ। কন্টেইনার চালককে আটক করা হয়।

 জেরা করে জানা গেছে আসাম থেকে দিল্লি ও নয়ডায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ। 

Comments :0

Login to leave a comment