Accident in Cumilla

কুমিল্লায় পথ দুর্ঘটনায় শিশুসহ মৃত ৪, জখম ২২

আন্তর্জাতিক

বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস,  মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায়। এদিন বিকেলে এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু ও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি জানিয়েছেন নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও দুই শিশু রয়েছে। দুজন বাসের যাত্রী এবং  দুজন মোটরসাইকেল ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে দেহগুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম শামীম আহমেদ(৪০) তাঁর ছেলে নাদিভ আহমেদ(৬)। দাউদকান্দির জিংলাতলী এলাকার বাসিন্দা। দুজনে মোটরসাইকেল ছিলেন। দুজনে জুম্মার নামাজ পড়তে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
অন্য নিহত শিশুর নাম হুসাইন(১৮ মাস)। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এই শিশুর বাবা সুমনও ওই বাসের যাত্রী ছিলেন। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ফেনীতে যাচ্ছিলেন।
দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীরা জানান, বাসটি প্রথমে খুব ধীরে ধীরে চলছিল। হঠাৎ গতি বাড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে। সেই  অটো রাস্তার পাশে খাদে পড়ে পালটি খেয়ে ফের মোটরসাইকেলের উপর উঠে যায়। বাসটিতে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা আরও বলেন, বাসের গতি কম না থাকায় দুর্ঘটনার আগে যাত্রীদের সঙ্গে বাসের চালক ও কন্ডাক্টটরের সঙ্গে বসচা হয়। তারমধ্যেই হঠাৎ চালক বাসের গতি বাড়িয়ে দেন। তখন তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘‘ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাসে আগুন ধরে যায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন আমরা ঘটনাস্থলে চারজনের দগ্ধ দেহ পড়ে থাকতে দেখি। পরে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়। গৌরীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘‘দুর্ঘটনাস্থল থেকে মোট ২৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন উদ্ধারকারীরা। চারজনকে আমরা মৃত অবস্থায় পাই। ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর  হাসপাতালে রাখা হয়েছে। চারজন অগ্নিদগ্ধ ছিল।’’ বাসের চালক পলাতক বলে জানা গেছে। দেহগুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Comments :0

Login to leave a comment