SC ST

এসসি-এসটি’র ওপর অত্যাচারে শাস্তির হার কমছে, জানাচ্ছে কেন্দ্র

জাতীয়


তফসিলি জাতি ও আদিবাসীদের ওপর অপরাধের ঘটনায় দোষীদের শাস্তি পাওয়ার হার কমছে এদেশে। এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকারই। তফসিলি জাতি ও আদিবাসী (অত্যাচার প্রতিরোধ) আইন অনুযায়ী প্রকাশিত সর্বশেষ রিপোর্টে কেন্দ্রীয় সরকারের জানিয়েছে, ২০২০ সালে এসসি/এসটি’দের ওপর অত্যাচারের ঘটনায় দোষী সাব্যস্তের হার ছিলো ৩৯.২ শতাংশ; সেখানে ২০২২ সালে এই হার নেমে এসেছে ৩২.৪ শতাংশে।
সরকারি রিপোর্টে জানানো হয়েছে, ২০২২ সালে তফসিলি জাতির মানুষের ওপর অপরাধের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বিজেপি-শাসিত উত্তর প্রদেশে। অথচ উত্তর প্রদেশ সরকার তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে জানিয়েছে, সেরাজ্যে নাকি এই ধরনের অপরাধপ্রবণ কোনও জেলা নেই! কেন্দ্রীয় সরকারের তরফে তফসিলি জাতির মানুষের ওপর অত্যাচারপ্রবণ জেলাগুলির নামের তালিকা চাওয়া হয়েছিল সব রাজ্য সরকারের কাছে। তারই জবাবে যোগী সরকার কেন্দ্রকে জানিয়েছে, ‘‘উত্তর প্রদেশে কোনও জেলাই এমন অপরাধপ্রবণ হিসাবে চিহ্নিত হয়নি!’’
প্রসঙ্গত, ভারতের মতো দেশে পশ্চাৎপদ অংশের মানুষের ওপর অপরাধের যত ঘটনা ঘটে তার অতি সামান্য অংশই পুলিশের কাছে নথিভুক্ত হয়। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে জানানো হয়েছে, ২০২২ সালে তফসিলি জাতি (এসসি)’র মানুষের ওপর অত্যাচারের ঘটনায় সারা দেশে মোট ৫১,৬৫৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯৭.৭ শতাংশ মামলা মাত্র ১৩টি রাজ্যে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ। বিজেপি-শাসিত রাজ্যটিতে সে বছর ১২,২৮৭টি মামলা হয়েছে, যা সারা দেশের ২৩.৭৮ শতাংশ। এর পরেই ছিল রাজস্থান। সেখানে মামলা হয়েছিল ৮,৬৫১টি, যা সারা দেশের ১৬.৭৫ শতাংশ। তৃতীয় রাজ্য মধ্য প্রদেশে মামলা ছিল ৭,৭৩২টি, যা সারা দেশের ১৪.৯৭ শতাংশ।
এছাড়াও ২০২২ সালে তফসিলি জাতি ও আদিবাসী (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারায় বিহারে ৬,৭৯৯টি (১৩.১৬শতাংশ), ওডিশায় ৩,৫৭৬টি (৬.৯৩শতাংশ), মহারাষ্ট্রে ২,৭০৬টি (৫.২৪শতাংশ) মামলা দায়ের হয়েছিল। লক্ষণীয়ভাবে দেশের মোট মামলার ৮১ শতাংশই এই ছ’টি রাজ্যের।
একইভাবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট জানিয়েছে, ২০২২ সালে সারা দেশে আদিবাসী মানুষের ওপর অপরাধের মোট ৯,৭৩৫টি মামলার ৯৮.৯১ শতাংশই ১৩টি রাজ্যের। সর্বোচ্চ সংখ্যক ২,৯৭৯ টি মামলা মধ্য প্রদেশে, যা সারা দেশের ৩০.৬১ শতাংশ। এর পরেই রয়েছে রাজস্থান। সেখানে দায়ের হয়েছিল ২,৪৯৮টি মামলা, যা সারা দেশের ২৫.৬৬ শতাংশ। তৃতীয় ওডিশায় নথিভুক্ত হয়েছিল ৭৭৩টি মামলা, যা সারা দেশের ৭.৯৪ শতাংশ। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছিল মহারাষ্ট্রে ৬৯১টি (৭.১০শতাংশ) এবং অন্ধ্র প্রদেশে ৪৯৯টি (৫.১৩শতাংশ)। 

Comments :0

Login to leave a comment