Delhi Pollution

দুষণের কারণে বন্ধ স্কুল ও আদালত, কাজ হবে ভার্চুয়ালি

জাতীয়

দুষণে জেরবার দিল্লি। এই পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানির পথে হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বসার পরপরই আইনজীবীদের পক্ষ থেকে দাবি জানানো হয় দুষণ পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল শুনানি শুরু করার। আইনজীবীদের আবেদনকে মেনে নিয়ে প্রধান বিচারপতি খান্না জানিয়েছেন যেই যেই মামলার ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি সম্ভব, সেই সেই মামলার ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি হবে।

স্কুল গুলো বন্ধ রাখা হয়েছে দুষণের কারণে। মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন যে দুষণের জন্য স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস চলবে। শুধু স্কুল নয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হবে। 

দিল্লি এবং সংলগ্ন এলাকা গুলোয় বাতাসের গুনগত মান ক্রমশ অবনতি করছে। ক্রমশ বাড়ছে দুষণের মাত্রা। মঙ্গলবার সকালে দিল্লিবাসী ঘুম থেকে উঠেই দেখেনগাঢ় ধোঁয়াশায় চারপাশ ঢাকা। অতীতের প্রায় সব নজির ভেঙে দেশের রাজধানীতে এদিন বায়ুদূষণের মাত্রা পৌঁছে যায় খুবই মারাত্মক রকম খারাপের পর্যায়েসকালেই একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (বাতাসের মান সূচক) উঠে যায় ৪৮৫-তে। একিউআই ৪৫০র বেশি হলে বাতাসের মান খুবই মারাত্মক রকম খারাপ বলে বিবেচনা করা হয়। পরিস্থিতি সামলাতে এদিনই দিল্লিতে চালু করা হয়েছে চতুর্থ পর্যায়ের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪)তার আওতায় মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা সহ আট দফা বিধিনিষেধ জারি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment