স্কুল গুলো বন্ধ রাখা হয়েছে দুষণের কারণে। মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন যে দুষণের জন্য স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস চলবে। শুধু স্কুল নয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হবে।
দিল্লি এবং সংলগ্ন এলাকা গুলোয় বাতাসের গুনগত মান ক্রমশ অবনতি করছে। ক্রমশ বাড়ছে দুষণের মাত্রা। মঙ্গলবার সকালে দিল্লিবাসী ঘুম থেকে উঠেই দেখেন, গাঢ় ধোঁয়াশায় চারপাশ ঢাকা। অতীতের প্রায় সব নজির ভেঙে দেশের রাজধানীতে এদিন বায়ুদূষণের মাত্রা পৌঁছে যায় খুবই মারাত্মক রকম খারাপের পর্যায়ে, সকালেই একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (বাতাসের মান সূচক) উঠে যায় ৪৮৫-তে। একিউআই ৪৫০’র বেশি হলে বাতাসের মান খুবই মারাত্মক রকম খারাপ বলে বিবেচনা করা হয়। পরিস্থিতি সামলাতে এদিনই দিল্লিতে চালু করা হয়েছে চতুর্থ পর্যায়ের ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪), তার আওতায় মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা সহ আট দফা বিধিনিষেধ জারি করা হয়েছে।
Comments :0