Manipur Clash

সংঘর্ষে ফের মৃত্যু মণিপুরে

জাতীয়

সন্ত্রাস থামার লক্ষণ নেই মণিপুরে। বুধবার সংঘর্ষে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। বিষ্ণুপুর জেলায় আলাদা দু’টি ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। 

সরকারি রিপোর্টে জনানো হয়েছে, একটি গোষ্ঠীর কয়েকজন বিষ্ণুপুর জেলার ফউবাকচাও এলাকায় তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তার পালটা আরেক গোষ্ঠীর কয়েকজন চারটি বাড়িতে লাগায় আগুন। 

বিষ্ণুপুরে কারফিউ শিথিল করেছিল প্রশাসন। এদিন হিংসা ছড়ানোয় ফের বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব এবং পশ্চিম জেলায় টানা কারফিউয়ের ঘোষণা করেছে প্রশাসন। 

বুধবার বিষ্ণুপুরের মইরাঙ গ্রামে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। স্থানীয় ত্রাণ শিবিরের বাসিন্দারা বেরিয়ে আসেন উদ্বেগে। সেই সময় এক যুবক গুলিবিদ্ধ হন। 

৪ মে থেকে মণিপুরে একের পর এক গোষ্ঠী সংঘর্ষ চলছে। ইন্টারনেট বন্ধ করে বা কারফিউ জারি করেও ঠেকানো যাচ্ছে না হিংসা। 

Comments :0

Login to leave a comment