এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পাংখাটুলি এলাকায়। শনিবার সকালে হুগলী ঘাট স্টেশন সংলগ্ন পাংখাটুলি এলাকায় একটি বাড়ির কার্নিশে মৃতদেহ ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম শেখ হায়দার (৩০)। তাঁকে খুনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দারা জানান, পাংখাটুলি এলাকার বাসিন্দা শেখ হায়দার এবং এলাকারই এক গৃহবধূ রেখা দাস জুলাই মাসের ১৫ তারিখ এলাকা ছেড়ে চলে যান। তিন দিন আগে রেখা দাস বাড়ি ফিরে এলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না শেখ হায়দারের। এরপরই শনিবার সকালে শেখ হায়দারের মৃতদেহ ঝুলতে দেখা যায় রেখা দাসের বাড়িতে।
শেখ হায়দারের বাড়ির অভিযোগ রেখা দাসের পরিবার তাঁদের ছেলেকে খুন করেছে। এলাকার বাসিন্দারা চড়াও হয় রেখা দাসের বাড়িতে। রেখা দাসের স্বামীর টোটো, বাড়ি ভাঙচুর হয়। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। রেখা দাসের বাড়ির লোককে আটক করে চুঁচুড়া থানার পুলিশ।
মৃত যুবকের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। হাতের লেখা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা।
Comments :0