High Madrasah West Bengal

হাই মাদ্রাসার প্রথম দশে ১১ ছাত্রছাত্রী

রাজ্য

High Madrasah West Bengal হাই মাদ্রাসায় প্রথম আশিক ইকবাল।

হাই মাদ্রাসায় প্রথম হয়েছে আশিক ইকবাল। মুর্শিদাবাদের ভাবতা আজিজা হাই মাদ্রাসার ছাত্র আশিক। দ্বিতীয় হয়েছে এই জেলারই কোমনগর হাই মাদ্রাসার ছাত্র নাসিরুদ্দিন মোল্লা। তৃতীয় হয়েছে মালদার ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ মুক্তাদুর রহমান। 

হাই মাদ্রাসা বোর্ডে ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী মাসকুরা খাতুন ষষ্ঠ হয়েছে। মাদ্রাসার প্রথম দশে ১১ জন ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে মালদহের ৭ জন।  

শনিবার হাই মাদ্রাসার ফল ঘোষণা করেছে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ। 

Comments :0

Login to leave a comment