Hollywood Strike

ন্যায্য মজুরির দাবিতে ধর্মঘট হলিউডেও

আন্তর্জাতিক

Hollywood Strike

গিগ অর্থনীতি বা অস্থায়ী কর্মীদের অর্থনীতির বিরোধিতা করে ন্যায্য মজুরির দাবিতে ধর্মঘটে নামলেন হলিউডের টিভি এবং সিনেমার লেখক, চিত্রনাট্যকাররা। গত ১৫ বছরের ইতিহাসে এই প্রথম এমন ধর্মঘট হতে চলেছে হলিউডে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টায় বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চিত্রনাট্যকারদের। ফলে ১২টা বেজে ১ মিনিট থেকেই আন্দোলনে নামছেন তাঁরা। চিত্রনাট্য লেখার সমস্ত কাজ এদিন থেকেই বন্ধ থাকবে। 


‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ জানিয়েছে, সংগঠনের অন্তত সাড়ে ১১ হাজার চিত্রনাট্যকার ধর্মঘটে অংশ নিতে চলেছেন। ফলে হলিউড ইন্ডাস্ট্রি কার্যত স্তব্ধ হতে চলেছে। সংগঠনের পূর্ব এবং পশ্চিম শাখা মিলিয়ে ‘বোর্ড অব ডিরেক্টর্স’ সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে এই ধর্মঘটের সমর্থনে। লেখক-চিত্রনাট্যকারদের কথায়, তাঁরা অস্তিত্ব সঙ্কটে ভুগছেন। কোম্পানিগুলির আচরণ গিগ অর্থনীতির পরিবেশ তৈরি করেছে। মার্চ মাস থেকে যে আলোচনা শুরু হয়েছে, তার কোনও সমাধানসূত্র আজ পর্যন্ত বেরয়নি। কোম্পানিগুলির নিয়ম-নীতির কারণে এই পেশার মূল্য কমে যাচ্ছে বলেও মনে করছেন তাঁরা। স্থায়ী ন্যায্য মজুরি না দিয়ে ফ্রিল্যান্সিংয়ের পথে হাঁটার চেষ্টা করছে কোম্পানিগুলি। যার জেরে কাজের সুযোগও কমছে। টেলিভিশনের পর্ব ভিত্তিক অনুষ্ঠানগুলির ক্ষেত্রে প্রতিদিনের ভিত্তিতে সাপ্তাহিক মজুরির দাবি জানানো হয়েছে। সেই আশ্বাস মেলেনি। নিজেদের রুজি-রোজগার বাঁচাতে তাই ধর্মঘটের পথই বেছে নিতে বাধ্য হলেন হলিউডের লেখক-চিত্রনাট্যকাররা। প্রসঙ্গত, হলিউডের লেখকরা ধর্মঘটে নামলে, তা সবসময়ই দীর্ঘদিন ধরে চলেছে। ১৯৮৮ সালেও একবার এই রকম ধর্মঘট হয়। প্রায় ১৫৩ দিন ধরে চলেছিল সেই আন্দোলন। ২০০৭ সালে শুরু হওয়া আরেক ধর্মঘট চলেছিল ১০০ দিন ধরে। ধর্মঘট প্রত্যাহার হয় ২০০৮ সালে গিয়ে। 

Comments :0

Login to leave a comment