উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা করলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ এনডিএ শিবিরের একাধিক নেতার উপস্থিতিতে মনোনয়ন পেশ করেন সিপি রাধাকৃষ্ণন।
রবিবার দীর্ঘ বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। 
সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। তিনি আগে তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে কোয়েম্বাটুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েছিলেন। জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ আগস্ট।  রবিবার বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেন।
Vice President Election
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0