DURAND CUP 2025

ডুরান্ড সেমিতে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি

খেলা

বুধবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারাবার এফসি। যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। চলতি ডুরান্ড কাপে আপাতত দুই প্রধানের বিরুদ্ধেই খেলে ফেলেছেন ডায়মন্ড হারবার এফসি । গ্রুপ পর্যায়ে মহামেডানকে হারিয়ে অঘটন ঘটালেও নিজের ওৱাক্তন দল মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল কিবু ভিকুনাকে । এবার তারা খেলবে আরএক প্রধান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ।  গত মরশুমে আই লিগ ২চ্যাম্পিয়ন হয়েই এই আই লিগে এসেছে কিবা ভিকুনার দল। গ্রুপ পর্যায়ে বিএসএফকে বড় ব্যবধানে হারালেও মোহনবাগানের কাছে হারতে হয়েছিল তাদের। তারপর জামশেদপুরকে হারিয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল লুকা মাজেনরা। তাদের দলে নরহরি শ্রেষ্ঠা , জবি জাস্টিনের মতো বেশ কয়েকজন প্রাক্তন বড় দলের খেলোয়াড়রা রয়েছেন। সঙ্গে লুকা মাজেনের মতো বিদেশিও দলে থাকায় দলের অভিজ্ঞতার ভাঁড়ারটিও পূরণ হয়েছে। ইস্টবেঙ্গলকে সমীহ করলেও নিজের দলকেও যে খুব একটা পিছিয়ে রাখছেন না , সেকথাও জানিয়েছেন কোচ কিবু ভিকুনা। ইস্টবেঙ্গলের প্রাক্তনী জবি জাস্টিনের উপরই দায়িত্ব থাকতে চলেছে গোল করার জন্য। ম্যাচে ফিরতে পারেন নরহরি শ্রেষ্ঠাও। কলকাতা লিগে পিয়ারলেসের হয়ে খেলার সময় তিনিও গোল করছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বিদেশি ক্লেটনকে পাচ্ছেনা ডায়মন্ড। অর্থাৎ নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েই ইস্টবেঙ্গলের মতো প্রবলতর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি ।

ডায়মন্ড হারবার এফসির সম্ভাব্য প্রথম একাদশ - মিরশাদ , কোর্তাজার , অজিত , রবি , রুয়াটকিমা , লিয়ানসাঙ্গা , পাল , স্যামুয়েল , জবি , হালি ও মাজেন। 

Comments :0

Login to leave a comment