ICDS DEPUTATION

শিশুদের খাবার কেনার পয়সা দেয় না সরকার, বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

রাজ্য

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন মাস ধরে ডিম দেওয়া হচ্ছে না শিশুদের। পুষ্টিকর খাদ্য পাচ্ছে না শিশুরা। কর্মীরা নিজের পয়সায় খাবার কিনতে বাধ্য হচ্ছেন। সরকারের সহায়তা নেই। এই কর্মী ও সহায়িকাদের নেই পেনশন বা সামাজিক সুরক্ষা। 

এমন একাধিক দাবি নিয়ে মঙ্গলবার বিধাননগরের করুণাময়ীতে জমায়েত করেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। পরে মিছিল করে বিকাশ ভবনে ডেপুটেশনও দেন আইসিডিএস কর্মী সমিতির রাজ্য কমিটির পক্ষে।

সারা দেশে, এরাজ্যেও মা ও শিশুদের পুষ্টির ক্ষেত্রে আইসিডিএস প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ কর্মীরাই বঞ্চিত। বঞ্চনা শিশুদের খাদ্যেও। আইসিডিএস কর্মী সমিতির দাবি, কাজ স্থায়ী ধরনের করতে হবে। নয়া শিক্ষানীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা। স্মার্ট ফোন বাবদ ১৫ হাজার টাকা দাবি করেছেন, কারণ এই ব্যবস্থা বাধ্যতামূলক হয়ে পড়েছে কাজের জন্য। ডেপুটেশনে অংশ নেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির রাজ্য সম্পাদক শীলা মণ্ডল, রাজ্য সভাপতি রত্না দত্ত, কার্যকরী সভাপতি ইন্দ্রানী মুখার্জি এবং সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু। ছিলেন গার্গী চ্যাটার্জি। 

Comments :0

Login to leave a comment