পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল তেহরিক ই ইন্সাফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বুধবার এইইঙ্গিত দিয়েছেন।
৯ মে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তেহরিকের নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। পরে যদিও তিনি জামিন পান। কিন্তু গ্রেপ্তারির পর প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সমর্থকরা সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সেনার একাধিক দপ্তরে বিক্ষোভ হয়।
ইমরানের অভিযোগ, তাঁকে গ্রেপ্তার করানোর জন্য সেনা সক্রিয়। এর আগে সেনার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগও তুলেছেন খান। সেনা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানে অর্থনৈতিক অস্থিরতা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে। অস্বাভাবিক হারে বাড়ছে জিনসপত্রের দাম। আইএমএফ’র প্যাকেজের জন্য চলছে আলোচনা।
Comments :0