IndiGo Pilot Dies

বিমান নিয়ে উড়ার আগে পাইলটের মৃত্যু

জাতীয়

Pilot Dies

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে কাতার এয়ারওয়েজের এক পাইলটের মৃত্যু হয়েছিল। ওই বিমানে ২৭১ জন যাত্রী ছিলেন। এবার ইন্ডিগোর বিমান নিয়ে উড়ে যাওয়ার আগেই আরো এক পাইলটের মৃত্যুর খবর পাওয়া গেল। বৃহস্পতিবার দুপুরে নাগপুর বিমানবন্দরের বিমান ছাড়ার আগেই হঠাৎ বোর্ডিং গেটেই লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হল ইন্ডিগো বিমানের এক পাইলটের।

নাগপুর থেকে বিমানটি পুনে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানে ওঠার আগে জ্ঞান হারান ইন্ডিগো বিমানের চালক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। বিমান সংস্থা সূত্রে খবর গত ২৭ ঘণ্টা টানা বিমান চালিয়েছিলেন ওই পাইলট। সাময়িক বিশ্রামের পর ফের নাগপুর-পুনেগামী বিমান চালানোর কথা ছিল তাঁর। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন সংস্থা সংবাদ সংস্থাকে হাসপাতালের কথা উল্যেখ করে বলা হয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুসারে, পাইলট "হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই পাইলটের মৃত্যুর খবর এদিন নিশ্চিত করেছেন অসামরিক বিমান পরিহণ মন্ত্রক।

Comments :0

Login to leave a comment