Covid-19 surge

দেশের পাঁচ রাজ্যে আংশিক কোডিড সতর্কতা জারি

জাতীয়

দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সে কারণে বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে ফের চালু করতে চলেছে কোভিড-বিধি। রবিবার দেশে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫,৩৫৭ জনে। পজিটিভিটি রেট প্রায় ৩.৩৯ শতাংশ। হরিয়ানা, কেরালা, পুডুচেরী, উত্তর প্রদেশ, দিল্লি এই পাঁচটি রাজ্যেই মাস্ক পড়া বাধ্যতামূলক। দিল্লি সরকার বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল।


কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্যও। তিনি জানিয়েছেন বর্তমানে দেশে ওমিক্রনের এক্সবিবি১.১৬(XBB1.16) প্রকরণটি নতুন করে সংক্রামন ছড়াচ্ছে। যদিও চিকিৎসরা জানাচ্ছেন এক্সবিবি১.১৬ প্রকরণটি খুব মারাত্মক নয়। তবে আগাম সুরক্ষা হিসেবে বাড়ান হচ্ছে বেডের সংখ্যা ও কোভিড ওয়ার্ড এমনটাই জানিয়েছেন মন্ত্রী।


এদিকে হরিয়ানায় মাস্ক পড়া যেমন বাধ্যতামূলক তেমনি সাধারন মানুষকে কোডিড বিধী মেনে চলার নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। কেরালাতে আপাতত মাস্ক গর্ভবতী মহিলা, বয়স্ক ও যাদের ডায়াবেটিকস বা প্রেসারের মতো শারীরিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বাঞ্ছনীয়। তবে কেরালায় নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে সংক্রামণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। পুডুচিরীতেও সাধারণ মানুষকে মাস্ক পড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। হাসপাতাল, বিমানবন্দর, শপিং মল, হোটেল, রেস্তোরায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে মাস্ক পড়া বাধ্যতামূলক। উত্তর প্রদেশ দিল্লিতে মাস্ক পড়ার পাশাপাশি পরীক্ষাতেও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

Comments :0

Login to leave a comment