WORLD BOXING CHAMPIONSHIP

বিশ্ব বক্সিংয়ে ৩টি পদক নিশ্চিত করল ভারত

খেলা

WORLD BOXING CHAMPIONSHIP দীপক ভোরিয়া।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সব নজির ছাপিয়ে গেলেন ভারতীয় বক্সাররা। সেমিফাইনালে উঠলেন তিন বক্সার- দীপক ভোরিয়া, মহম্মদ হাসিমুদ্দিন এবং নিশান্ত দেব। 

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। ভারত তিনটি পদক আনছেই। এর আগে ২০১৯’এ দু’টি পদক পেয়েছিল ভারত। 

তাসখন্দে বুধবার দীপক ভোরিয়া ৫১ কেজি বিভাগে হারিয়ে দেন কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীকে। প্রায় একপেশে প্রভাব রেখে জিতেছেন দীপক। 

বুলগেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে কড়া লড়াইয়ের পর হারাতে পেরেছেন ৫৭ কেজি বিভাগে মহম্মদ হাসিমুদ্দিন। নিশান্ত দেব ৭১ কেজি বিভাগে হারিয়েছেন কিউবার প্রতিদ্বন্দ্বীকে। 

২০১৯’এ রুপো জিতেছিলেন অমিত পাঙ্ঘল এবং মণীশ কৌশিক জিতেছিলেন ব্রোঞ্জ।     

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সব নজির ছাপিয়ে গেলেন ভারতীয় বক্সাররা। সেমিফাইনালে উঠলেন তিন বক্সার- দীপক ভোরিয়া, মহম্মদ হাসিমুদ্দিন এবং নিশান্ত দেব। 

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। ভারত তিনটি পদক আনছেই। এর আগে ২০১৯’এ দু’টি পদক পেয়েছিল ভারত। 

তাসখন্দে বুধবার দীপক ভোরিয়া ৫১ কেজি বিভাগে হারিয়ে দেন কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীকে। প্রায় একপেশে প্রভাব রেখে জিতেছেন দীপক। 

বুলগেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে কড়া লড়াইয়ের পর হারাতে পেরেছেন ৫৭ কেজি বিভাগে মহম্মদ হাসিমুদ্দিন। নিশান্ত দেব ৭১ কেজি বিভাগে হারিয়েছেন কিউবার প্রতিদ্বন্দ্বীকে। 

২০১৯’এ রুপো জিতেছিলেন অমিত পাঙ্ঘল এবং মণীশ কৌশিক জিতেছিলেন ব্রোঞ্জ।     

Comments :0

Login to leave a comment