খোঁজ মিলল ভারতীয়া পর্বতারোহী অনুরাগ মালুর। সোমবার অন্নপূ্র্ণা শৃঙ্গের তিন নম্বর ক্যাম্পের কাছে যাওয়ার সময় নিচে পরে যায় অনুরাগ। তারপর তার খোঁজে যায় শেরপাদের একটি উদ্ধারকারী দল। বুধবার তাঁকে নেপালের দিকে খুঁজে পাওয়া গছে বলে উদ্ধারকারী দলটি জানিয়েছে। জীবিত থাকলেও মালুর শারীরিক অবস্থা অশঙ্কাজনক। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে তার ভাই সুধীর।
রাজসথানের কিসানগঞ্জের বাসিন্দা অনুরাগ মালু একজন উদ্যোগপতি। সঙ্গে পাহার চড়ার নেশা তার দীর্ঘদিনের। ৮০০০ মিটারের ওপর ১৪টি শৃঙ্গ পারি দেওয়ার পরিকল্পনা রয়েছে মালুর। এমনটাই জানিয়েছে তার ভাই সুধীর। অন্নপূর্ণা শৃঙ্গ বিশ্বের দশমতম উচ্চ শৃঙ্গ। পাহার চড়ার প্রয়োজনীয় ট্রেনিং রয়েছে মালুর গত বছর আমা ডাবলাম শৃঙ্গ অভিযান করেছে সে। আগামী বছরগুলোতে এভারেষ্ট ও লোতসে শৃঙ্গ অভিযানে যাওয়ার পরিকল্পনা ছিল মালুর।
Comments :0