JANA AJANA

জানা অজানা নতুনপাতা

ছোটদের বিভাগ

JANA AJANA

জানা অজানা নতুনপাতা

বিশ্বের সেরা শহরগুলো

 

প্রদীপ কুমার মিত্র

বাসস্থান হিসাবে বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আর সর্বশেষ স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। সারা পৃথিবীর ২০০টিরও বেশি শহরের অবকাঠামো, জনস্বাস্থ্য, সড়ক নিরাপত্তা, সেবা  
ইত্যাদি বিষয়ের ওপর জরিপ চালিয়ে এই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মার্সার। আমাদের ভারতবর্ষের দিল্লি এই তালিকায় স্থান পেয়েছে ১৭৮ নম্বরে। তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে সুইজারল্যান্ডের জুরিখ ও তৃতীয়  
স্থানে নিউজিল্যান্ডের অকল্যান্ড। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে জার্মানির মিউনিখ, ডাসেলডর্ফ ও কানাডার ভ্যাঙ্কুভার।

 

 সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে জার্মানির ফ্র্যাঙ্কফ্রুট, সুইজারল্যান্ডের জেনেভা এবং বার্ন। দশম স্থানে  
রয়েছে ডেনমার্কের কোপেন হেগেন। ভিয়েনায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ বাস করেন। এখানে অপরাধের ঘটনা বিরল, এশিয়ার সেরা শহরের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। বিশ্বের তালিকায় এর স্থান হয়েছে ২৫ তম এই প্রসঙ্গে একটা কথা  
বলার দরকার এই জরিপের ফলাফলের তালিকা শুধু ২০১১ সালের জন্য। পরবর্তীকালে বিশ্বের সেরা শহরগুলোর তালিকা কিছু পরিবর্তন হয়েছে তা অবশ্য জানা যায়নি।


 

Comments :0

Login to leave a comment