JAHANARA KHAN NOMINATION

জাহানারার মনোনয়নে মীনাক্ষী, বিশাল মিছিল আসানসোলে

রাজ্য লোকসভা ২০২৪

আসানসোল কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জাহানারা খান মনোনয়ন জমা দিলে বিশাল মিছিলে। তাঁর সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।  


কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী জাহানারা খান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি। 


এই এলাকায় বিধায়কের দায়িত্বও পালন করেছেন এই লড়াকু নেত্রী। মহিলাদের ওপর নিপীড়ন থেকে অত্যাচারের যে কোনও ঘটনায় ঝাঁপিয়ে পড়েছেন জাহানারা খান। থেকেছেন নির্যাতিতের পাশে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন