Jalpaiguri Rail Overbridge

কেন হবে না উড়ালপুল, রেলগেট ফের ভাঙায় দাবি জোরালো জলপাইগুড়িতে

জেলা

টোটোর ধাক্কায় ৩ নম্বর গুমটি রেলগেট ভেঙে বিপত্তি জলপাইগুড়িতে, তীব্র যানজট। ছবি: দীপশুভ্র সান্যাল,

জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্তে হলদিবাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় পড়ে রেলের ৩ নম্বর গুমটি। রয়েছে রেলগেট। ট্রেন চলাচলের সময় এবং তার পরে নিয়মিত জ্যামে জেরবার হতে হয়। জলপাইগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি এখানে উড়ালপুল। বারবার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি সত্ত্বেও রেল ও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের, কারও তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার রাতে আবার এই রেলগেট ভেঙে পড়ে যানজট হয়। এমনিতেই জলপাইগুড়ি শহরের বুকে প্রতিদিন বিভিন্ন ট্রেন যাওয়ার পরে যানজটের কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় শহর ও সীমান্তবর্তী এলাকার বহু মানুষকে। তার ওপর কয়েক মাস আগে টোটোর ধাক্কায় ভেঙে গিয়েছিল এই রেলগেট। আবার টোটোর ধাক্কায় রেল গেট ভেঙেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে পরে জলপাইগুড়ির ৩ নম্বর রেল গুমটিতে। সৃষ্টি হয় চরম যানজট। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি-হলদিবাড়ি লোকাল ট্রেন যাওয়ার সময় ৩ নম্বর গুমটির রেলগেটটি আটকানোর সময় এক টোটো চালক হঠাৎই সেই রেলগেটে ধাক্কা দেন। অবস্থা সামলাতে জিআরপিএফ মোতায়ন করা হয়। ছিলেন ট্রাফিক কর্মীরা।

কিন্তু নিয়মিত এমন গণ্ডগোলে এই রেগেট ঘিরে জেরবার মানুষ। ফলে উড়ালপুলের দাবি আরও জোরালো হয়েছে।

Comments :0

Login to leave a comment