JALPAIGURI HOSPITAL

হাসপাতালের সামনে জমে
জল, সমস্যায় রোগীর পরিজনরা
(দেখুন ভিডিও)

জেলা

JALPAIGURI HOSPITAL

দু’দিনের বৃষ্টিতে জমে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। বন্ধ রয়েছে দোকানপাট। তার  ওপর পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং পরিজনদের। 

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় গত কয়বছর ধরে রোগী আত্মীয়দের জন্য তৈরি হয়েছে বহু অস্থায়ী দোকান। জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া, সঞ্জয় নগর কলোনি এলাকায় রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। 

হাসপাতাল সম্প্রসারণের জন্য বারবার ভাঙা হয়েছে এই দোকানগুলি। হাসপাতালের আশেপাশে রয়েছে প্রায় ৫০টি বিভিন্ন দোকান। গত দু’দিনের বৃষ্টিতে জল জমার কারণে মহা সমস্যায় পড়েছেন এই ব্যবসায়ীরা। সুপার স্পেশালিটি হাসপাতালে গেটে ঢোকার মুখে জল জমে থাকায় রোগী এবং পরিজনরা সমস্যায় পড়েছেন। 

জল ঢুকে যাওয়ায় মঙ্গলবার বেশ কয়েকটি দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।  জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকে তৈরি হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকায় জল ঢুকে যাচ্ছে দোকানে, অভিযোগ ব্যবসায়ীদের। দোকানগুলি বন্ধ থাকায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগীর আত্মীয়রাও। 

নির্মীয়মান জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জল জমে বন্ধ বহু দোকান।

Comments :0

Login to leave a comment