Mehbooba Mufti

৩৭০ ধারা নিয়ে অমিত শাহকে কটাক্ষ মেহবুবার

জাতীয়

Mehbooba Mufti


যারা দেশের সংবিধানকে ধ্বংস করেছে তাদের সঙ্গে ৩৭০ ধারার গুরুত্ব নিয়ে কোনো আলোচনা করতে চাই না, বললেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন। বুধবার সেই নিয়ে প্রশ্ন করা হলে মেহবুবা এই জবাব দেন। জম্মু-কাশ্মীরের ভোটের তুলনায় এখানের মানুষের মৌলিক অধিকার প্রত্যাহারের দাবিতেই সরব হন মেহবুবা। মানুষের যাতায়াতের স্বাধীনতা, বাকস্বাধীনতা যা কেড়ে নেওয়া হয়েছে তা ফেরানোই অগ্রাধিকার। তিনি বলেন, আমাদের অর্থ নেই। যদি থাকতো তাহলে দেশের বিভিন্ন জেলে যাদের  ২০১৯ সালের আগে থেকে আটক করে রাখা হয়েছে, তাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হত। কারণ তাদের পরিবারগুলির পয়সা নেই আইনি লড়াই করার মত, এদের মামলাগুলি নিয়ে আদালতে কদাচিৎ শুনানি হয়।

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে জম্মু মেডিক্যাল কলেজে ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই নিয়ে এক প্রশ্নের জবাবে মেহবুবা বলেছেন, দুঃখজনক বিষয় হল বিজেপি সরকার এমন ছবিকে মদত দিচ্ছে যা সমাজে ঘৃণা এবং বিভাজন তৈরি করছে। আমরা দেখেছি এই ছবি নিয়ে বিতর্ক থেকে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে ছাত্রদের মধ্যে রক্তারক্তি হয়েছে। এইধরনের বিষয়কে দেশের সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা উচিত, যেমন সাম্প্রতিক নির্বাচনে করেছেন কর্ণাটকের মানুষ। মেহবুবা প্রশ্ন তোলেন কেন কাশ্মীরী পণ্ডিতরা এখন এখানে নতুন করে আক্রান্ত হয়ে জম্মুতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন? যারা অতি খারাপ সময়েও গত ৩০ বছর ধরে কাশ্মীরে ছিলেন। কেন মিরওয়াইজ ওমর ফারুককে এতবছর ধরে গৃহবন্দি করে রাখা হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন মেহবুবা।

Comments :0

Login to leave a comment