কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ। মিছিল বিক্ষোভের মধ্য দিয়ে শ্রমিকের পুনর্বহালের দাবি তুলল সিআইটিউ। বীরভুমের রুক্ষ্ম শুষ্ক প্রত্যন্ত গ্রাম রাজনগরের ভবানীপুর। সেই গ্রামেই রয়েছে মুরগী চাষের ফার্ম যার নাম ভবানীপুর রেন্টাল ফার্ম। এই ফার্মের নিয়ন্ত্রক দেশজুড়ে ব্যবসা করা শালিমার হ্যাচারিজ।
এই ফার্মেই কর্মরত ভূমিশ্বর মিস্ত্রি নামে এক শ্রমিকের কাছে দিন কয়েক আগেই বদলির ফরমান পাঠায় সংস্থা। অস্থায়ী কর্মী হয়েও বদলী কেন এই যুক্তিতে আপত্তি জানায় ভূমিশ্বর মিস্ত্রি। উর্ধতন কর্তৃপক্ষের কাছে আর্জি করেন বদলী রদের। বদলি রদ তো দূর, দিন কয়েক বরং তাকে আর কাজে না আসার ফতোয়া দেয় সংস্থা। এরই প্রতিবাদে রবিবার সকাল বেলায় সিআইটিইউ প্রতিবাদের ডাক দিয়ে মিছিল করে ফার্মে গিয়ে দেওয়া হয় ডেপুটেশন। অবস্থান বিক্ষোভ হয় ফার্মের গেটের সামনে। স্মারকলিপি গ্রহন করে সংস্থার তরফে দু দিন সময় চাওয়া হয়েছে।
Comments :0