KABITA — DILIP GHOSH / MUKTADHARA

কবিতা — এ কোন স্বাধীনতা / দিলীপ ঘোষ - মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA   DILIP GHOSH  MUKTADHARA

কবিতামুক্তধারা

এ কোন স্বাধীনতা
দিলীপ ঘোষ


 

উৎসব অনুষ্ঠান হচ্ছে হবে, প্রয়োজন আত্মসমীক্ষা
দেশটা ভেতর থেকে ভাঙছে, ভাঙছে কারা
বিভাজনের আগুনে পুড়ছে
                  দোকান, হাসপাতাল, বাড়ি ঝুপড়ি
হিংসার বুলডোজার ভাঙছে শান্তি, ঐক্য, মানবতা
স্বাধীন দেশে এ কোন স্বাধীনতা?

জাতি দাঙ্গায় মা বোনেরা গন-ধর্ষিতা
বেছে বেছে খুন, ট্রেনের কামরায়
ধর্মস্থানের উপর চলছে
             স্বঘোষিত রক্ষীবাহিনীর বর্বতা
স্বাধীন দেশে এ কোন স্বাধীনতা?

শিক্ষার অঙ্গন হারিয়ে আশ্রয় শিবিরে একদল
আক্রান্ত শত ফুলে ফোটা ফুলেদের কোলাহল
আক্রান্ত বনেদি সভ্যতা সংস্কৃতি
স্বাধীন দেশে কারা টানছে
                               স্বাধীনতার মর্মকথার ইতি?

উপদ্রুত উপত্যকা, বাতাসে বারুদের দূর্গন্ধ
এখন নীরব থাকার অর্থ, -- চোখ চেয়ে অন্ধ
দেশ বাঁচাও, স্বাধীনতা বাঁচাও, --
গড়ে তোল, মজবুত করো, মানুষে মানুষে সম্বন্ধ।

Comments :0

Login to leave a comment