KABITA — DILIP PAUL / MUKTADHARA

কবিতা — শিরদাঁড়া / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  DILIP PAUL  MUKTADHARA

কবিতা
শিরদাঁড়া 
দিলীপ পাল

তোমার কবিতা ভয় পাওয়া তাপ সয় 
রুটি গুলো আজও পোড়া ছিন্ন ক্ষয় 
তোমার কবিতায় কিশোর যৌবন ঝড়া উথলায় 
হিন্ন্য ফুটপাত বিষাক্ত বাতাস ভেদে খুবলায়।

স্কুল ঘিরে কোষ পাতায় সখ্য গড়ে 
দেয়াল দূর্জয় রক্তের ছবি বদ্ধ ঘরে 
হামাগুড়ি ক্ষমতা দাঁড়াবার আগে পঙ্গু ঋন 
মাংস মিশেল গান উৎসব বেসুর ক্ষীন।

আকাশটা বড় বেবাগ বড্ড রাঙা চোখ 
বা-হাতের পাশে বস্তির শিশু কাঙাল শোক 
কত উৎসৃষ্ট খাবার ময়লা দানের পোকাড়া 
সন্ধ্যা উপোস ভাঙ্গায় সধর্ম হাড়গিলে সকারা

তোমার ভূ-খার গল্প আজ বড়ই বিকষ 
তাইতো বইয়ের পাতায় করেছে ওরা নিকাশ 
বাজারে জনধন ভরেছে মন কাজের বড়াই 
ঝলসানো চাঁদ কবিতার কল্পতা পায়ের মাড়াই ।

বাস যোগ্য ভূমি কেড়েছে স্বপ্ন ঘর বাড়ি 
জন্মের দোয়া ফুটপাতে শোয়া পিষেই মারি 
আর কবে হবে শিরদাঁড়া খাড়া বন্ধুরা 
শ্রমের শিশুরা হারায় কবিতা জীবনীর মন্দরা ।


 

Comments :0

Login to leave a comment