KABITA — GANAPATI BANDHOPADHAYA / MUKTADHARA - 19 September

কবিতা — অমানুষ / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  GANAPATI BANDHOPADHAYA  MUKTADHARA - 19 September

কবিতা / মুক্তধারা

অমানুষ 
গণপতি বন্দোপাধ্যায়

অত্যাচারীরা অত্যাচার করছে
পুড়িয়ে মারছে মানুষ।
মানে না আপনজন
রাখছে না কো হুস।
অত্যাচারীরা অত্যাচার করে
অর্থ লুটে, হচ্ছে কত খুশ।
ভুলে যায় ভালোবাসা 
অত্যাচারীরা অমানুষ।
কাজের জন্য মানুষের কাছে 
নিচ্ছে কত ঘুষ।


 

Comments :0

Login to leave a comment