KABITA — GOURI SENGUPTA / MUKTADHARA - 29 AUGUST

কবিতা — সীমান্তের প্রহরী / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  GOURI SENGUPTA  MUKTADHARA - 29 AUGUST

কবিতা

সীমান্তের প্রহরী

গৌরী সেনগুপ্ত

 



সেই বা্তিওয়ালা মুক্ত স্বদেশের ঠিকানাটা ঠিক জানতো
রক্ত আখরে পৌঁছে দিলেন । তিনি ঘরের দুয়ারে সুকান্ত ।

প্রতি স্নায়ূতে বিদ্রোহ তাঁর চেতনায় স্বাধীনতা
ভুখা দেশে তিনি চাঁদকে দেখেন ঝলসানো অধীনতা ।

কদম কদম বিপ্লব হাঁটে শপথের হাতে হাতুড়ি
কবিতা তখন প্রেয়সী হয় না । গদ্য যখন জরুরি ।

স্বজন হারানো শ্মশানে বসে ঘুম নেই সেই চোখে
অবাক পৃথিবী বিদ্রোহ তাঁর রেখে গেছে সৃষ্টিকে ।

সেই সে রানার ছুটছেন আজও পৌঁছাতে প্রাক্ ভোরে
নতুন খবর ফিরাতে আসেন মানুষের অধিকারে ।

 

কবিতার ভিতে বিকশিত তাঁর স্বপ্নের সন্ধান
প্রত্যয়ী মন ঘোষণা করেন অজেয় হিন্দুস্থান ।

ছুটি দে্য তবু কবিতাকে তাঁর যুদ্ধের পৃথিবী
খিদের দুনিয়া যন্ত্রণা আঁকে কঠোর গদ্যে ছবি ।

মিলালেন তিনি শিল্পকে প্রতি জীবনের আগুনে
শিকড়ে শিকড়ে জমিয়ে গেছেন বিপ্লব প্রতি কোণে ।

প্রতি চেতনার উদয়ের পথে আগ্নেয় সৈনিক
সেই তিনি হয় ভিসুভিয়াস বা ফুজিয়ামা নির্ভিক ।

মিছিলে মিছিলে শ্লোগান চলেছে বিদ্রোহ চারিদিকে
সেই প্রতিবাদই  অবাধ্যতার অন্যায়টাকে রোখে ।

Comments :0

Login to leave a comment